স্ত্রীর দেওয়া গরম পানিতে ঝলসে গেল স্বামীর মুখমণ্ডল
গাইবান্ধা প্রতিনিধি;
পারিবারিক কলহের জের ধরে গাইবান্ধায় স্বামীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে স্ত্রী।
ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে জেলা শহরের সুখনগরে।
স্বজনরা জানান, ১৬ বছর আগে সাদুল্যাপুর উপজেলার শাবানা বেগমের সাথে মোস্তাফিজুর রহমান রিপনের বিয়ে হয়। পেশায় বাসের সুপার ভাইজার রিপনের বাড়ী গাইবান্ধা পৌর এলাকার সুখ নগরে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন থেকে তাদের মাঝে মনোমানিল্য চলে আসছিল।
এরই জের ধরে গত রাতে দু জনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। ঝগড়ার সূত্র ধরে স্ত্রী শাবানা বেগম স্বামী রিপনকে ঘরে রেখে নিজে বাহিরে রাত্রী যাপন করে । আজ সকালে স্ত্রী শাবানা চুলোয় গরম পানি করে ঘরে ঘুমন্ত স্বামীর মুখ মন্ডল ও শরীরে ঢেলে দেয়। এসময় স্বামী রিপনের চিৎকারে তার স্বজন ও আশে পাশের লোকজন ছুটে আসলে শাবানা পালিয়ে যায়।
দগ্ধ রিপনকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুত্বও হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

