সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি, গাইবান্ধার সাপমারা ইউনিয়নে স্থগিত হওয়া চেয়ারম্যান শুণ্য পদে নির্বাচন দাবীতে মানববন্ধন 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫০ PM, ৩১ মে ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গেল বছর জুলাইয়ে তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের ৪ দিন আগে হঠাৎ নির্বাচন স্থগিত করে কমিশন।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার কাটামোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুল। পরবর্তীতে তিনি ২০২৪ সালের গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এতে ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়।

পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করলে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ছিলো। কিন্তু চারদিন আগে অনিবার্য কারণ বসতঃ উল্লেখ করে ইসি ২৭ জুলাইয়ের ভোটগ্রহণ স্থগিত করে। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন।

বক্তারা আরও বলেন, ইউনিয়নে ২য় প্যানেল চেয়ারম্যানের আবু তালেব মেম্বারকে ভারপ্রাপ্ত দায়িত্ব চেয়ারম্যানের দেওয়া হয়। কিন্তু ৫ আগষ্টের পর বিএনপির কার্যালয়ে ভাঙচুর-আগুনের মামলায় সম্প্রতি পুলিশ আবু তালেবকে গ্রেপ্তার করে। এতে আবারও চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে করে ওই ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্ট আ.লীগের চেয়ারম্যানসহ একাধিক সদস্য (মেম্বার) বিগত সময়ে দুর্নীতি-লুটপাট ও বিভিন্ন অপকর্মে জড়িত। হামলা-মামলায় গ্রেফতারসহ তাদের অনেকে পলাতক। নির্বাচনের তপশীল ঘোষণার পর ভোটগ্রহণের আগ মুর্হুতে তা স্থগিত করা হয়। এরপর বারবার দাবি জানালেও ভোটগ্রহণে উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের।

তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা। ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান হলে মানুষ সেবা পাবেন এবং এলাকার উন্নয়ন গতিশীল হবে।

আপনার মতামত লিখুন :