সেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়,
১৯ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম এর সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ফারুক আহম্মেদ , গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সম্মানিত আহবায়ক রবিউল কবির মনু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপির চলতি দপ্তরের দায়িত্ব সাজাদুর রহমান সাজু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, মাহবুর রহমান আনিছুজ্জামান বিদ্যুৎ, হান্নান আকন্দ,শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সংগ্রামী সদস্য সচিব রানু মন্ডল বাবু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি তরিকুল ইসলাম চঙ্চল, যুগ্ম সস্পাদক মাহিদুর রহমান রনক, উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সবুজ শেখ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব মোরশেদ সোহেল, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম রিপন, লিয়াকত আলী আলম, সোহেল রানা রতন, জুয়েল সরকার, মতিয়ার রহমান, রয়েল মন্ডল, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক মতলেব সরদার, উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহবায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক এ এম মোফাজ্জল হোসেন সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

