সু চির আরো ৩ বছরের জেল
(FILES) In this file photo taken on March 18, 2018, Myanmar's State Counsellor Aung San Suu Kyi attends the Leaders Plenary Session of the Association of Southeast Asian Nations (ASEAN)-Australia Special Summit in Sydney. - A Myanmar court on December 6, 2021, jailed ousted civilian leader Suu Kyi for four years for inciting dissent against the military and breaching Covid rules, a spokesman for the junta told AFP. (Photo by Mark Metcalfe / POOL / AFP) (Photo by MARK METCALFE/POOL/AFP via Getty Images)
ডিবিসি নিউজ;
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ-জালিয়াতির অভিযোগে আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকারের একটি আদালত। বুধবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন ৭৭ বছর বয়সী অং সান সু চি। সেখান থেকেই নিজের বিরুদ্ধে হওয়া সব মামলার শুনানিতে অংশ নিচ্ছেন তিনি।
এর আগেও বেশ কয়েকটি মামলায় তার সাজা হয়েছে। সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও সব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে গ্রেফতার ও তার সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেই থেকে কার্যত অচল হয়ে পড়েছে মিয়ানমারের অর্থনীতি। দেশটির রাজনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।
সূত্র: রয়টার্স

