সুন্দরগঞ্জে বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৪ PM, ২৩ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ গোলাম রব্বানী রুবেলকে (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রুবেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, এর আগে অন্য একটি মামালায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ রুবেলকে গ্রেফতার করা হয়। রুবেল উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জাতীয় পার্টির অঙ্গসহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির উপজেলা কমিটির আহবায়ক।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান অস্ত্র ও গুলিসহ রুবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র ও গুলিসহ রুবেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :