সুন্দরগঞ্জে ট্রেনে কেটে মহিলার মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৬ PM, ২২ নভেম্বর ২০২২

Spread the love

আঃ খালেক মন্ডল;

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ মৌজার জামতলাস্থ রেলগেইট এলাকায় মঙ্গলবার দুপুরে শান্তাহার-লালমনিরহাট গামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মঞ্জুয়ারা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছেন। তিনি ওই গ্রামের আফতাব আলীর স্ত্রী।

জানা গেছে, জামতলা রেলগেইট পারাপারের সময় মঞ্জুয়ারা দ্রুতগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বোনারপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক সেতাবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঞ্জুয়ারা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি রেল লাইন পারাপারকালে এ দূর্ঘটনার শিকার হন। তার খ- খ- লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোনাপাড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জানান, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :