সুন্দরগঞ্জে জোর পূর্বক জমি জবর দখল নানা ভয়ভীতিসহ হত্যার হুমকি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৩ PM, ০৭ অগাস্ট ২০২৩

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ বাউনিরপাড়া গ্রামে আজিজল হকের বসতভিটা ও আবাদি জমি একই এলাকার হাবিজার রহমানসহ তার লোকজনের বিরুদ্ধে জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার দক্ষিণ মরুয়াদহ বাউনিরপাড়া গ্রামে আজিজল হক দক্ষিণ মরুয়াদহ মৌজার ২০৫১, ২০৮১ সহ বিভিন্ন দাগে পৈত্রিক সুত্রে পাওয়া পৌনে ৭৬ শতক জমির মালিক। সে হিসেবে ২০৫১ দাগে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। কিন্তু একই এলাকার ভূমি দস্যু ও ডাঙ্গাবাজ হাবিজার, সায়দার আলী, চানমিয়া, ফারুক মিয়া, নয়ামিয়াসহ তাদের লোকজন লাঠিসোটা, অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আজিজল হকের জমি জবর দখল করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে হাবিজার রহমান ও তার লোকজন আজিজল হকের পরিবারসহ তাকে নানা ভয়ভীতিসহ হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় আজিজল সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আপোষ মিমাংসা করার জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। হাবিজার রহমান জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি। তখন হাবিজার জমি বুঝে দেবেন এবং আর কোন ঝামেলা করবে বলে না উভয় পক্ষ থানা থেকে চলে যায়। কিন্তু হাবিজার জমি বুঝে না দিয়ে হুমকি দিচ্ছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :