সুকৌশলে পোস্ট অফিস ভবন বিক্রি করলেন পলাশবাড়ীর পোস্ট মাস্টার 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১০ AM, ২৫ মে ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের থানা গেটের সামনে পোস্ট অফিসের জায়গায় থাকা সারিবদ্ধ অর্ধশতবর্ষী আমগাছ গুলো ও পুরাতন পোস্ট অফিস টিনসেট সেমিপাকা ভবনটি সুকৌশলে বিক্রি করে টাকা নিজের পকেটস্থ করার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টার নিদীপ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে ৷

স্থানীয়দের নিকট হতে জানা যায়, পলাশবাড়ী পোস্ট মাস্টার নিদীপ চন্দ্র দেবনাথ নতুন পোস্ট অফিস ভবন কাজের ঠিকাদারের দোহাই দিয়ে পোস্ট অফিসের সীমানায় রোপনকৃত সারিবদ্ধ থাকা অর্ধশতবর্ষী প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আমগাছ কর্তন করেন।

এসব গাছ স্থানীয়দের ভবন নির্মাণের ঠিকাদারদের দোহাই দিয়ে পোস্ট মাষ্টার স্থানীয় এক ব্যক্তি আব্দুর রাজ্জাকের মাধ্যমে কৌশলে বিক্রি করছেন। এছাড়াও পোস্ট অফিসের সামনে থাকা টিন সেট সেমি পাকা পুরাতন ভবনটির টিন ও ইট বিক্রি করেছেন। ভবনের টিন খোলার সময় সন্দেহ হলে এ বিষয়ে পোস্ট মাস্টারের কাছে জানতে চান স্থানীয়রা তখন তিনি বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসব বিক্রি হচ্ছে।

নির্দেশনা পত্র দেখতে চাইলে তিনি হেড অফিসে রয়েছে বলে জানান। পরে স্থানীয়দের সাথে পোস্ট মাস্টারের তর্ক বিতর্কের খবরে সেখানে গণমাধ্যমকর্মীগণ উপস্থিত হন। তারা পোস্ট মাস্টারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেনি।

স্থানীয় সচেতন মহল বলেন, থানা গেটে থাকা অর্ধশতবর্ষী আম গাছ গুলো নিধন করলো, পুরাতন পোস্ট অফিসটি নিলাম না করে নিজে মনগড়া মতো বিক্রি করছেন পোস্ট মাস্টার। আমরা সংশ্লষ্টদের নিকট উক্ত বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।#

আপনার মতামত লিখুন :