সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডীন হলেন কালীগঞ্জের সন্তান প্রফেসর রাশেদ
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডীন হলেন কালীগঞ্জের সন্তান কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। গতকাল মঙ্গলবার অনুষদের ৪র্থ ডীন হিসেবে তিনি যোগদান করেন।
ড. রাশেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বি.এসি. এগ্রি. ইঞ্জি., এমএস ইন ফার্ম পাওয়ার এন্ড মেশিনারি, জাপানের কুমামোতু বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজি (নবায়নযোগ্য জ্বালানী) বিষয়ের উপর পি.এইচ.ডি. ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ওয়াটার লিডারশিপ প্রোগ্রামে রিসার্চ সায়েনটিস্ট হিসেবে গবেষণা করেন।
তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভাদগাতি গ্রামের আব্দুল বাছেদের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি পাস করেন।
কালীগঞ্জের রত্ম ড. রাশেদ ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানীর উপর একটি বই লিখেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর প্রায় ৪০ টির মতো পিয়ার রিভিউড বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
তিনি ২০০৮ সালের এপ্রিল মাসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি ২০১৯ সালের ৮ এপ্রিলে প্রফেসর পদে পদোন্নতি পান। তিনি কর্ম ও মেধার গুণে ১ ডিসেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডীন হিসেবে যোগদান করেন।
তিনি কুমামোতু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট (জাপান) অ্যাওয়ার্ড, কিংডম অব সৌদি এরাবিয়া (মরক্কো) অ্যাওয়ার্ড, ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ (ভারত) থেকে আউটস্টেন্ডিং সায়েনটিস্ট ইন ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি শীর্ষক আন্তর্জাতিক পদকসহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেস্ট পাবলিকেশন (বাংলাদেশ) অ্যাওয়ার্ড অর্জন করেন।
প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন বলেন, আজ আমার বড়ই আনন্দের দিন কারণ আমি একদিন স্বপ্ন দেখতাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি নামে একটি অনুষদ হবে। সেই স্বপ্নের পথ ধরে অনুষদ প্রতিষ্ঠিত হল ২০১১ সালে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডীন হিসেবে যোগদান করলাম।
বর্তমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্ণধার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। যিনি আমাকে এই অনুষদের দায়িত্ব প্রদান করেছেন। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার পরম শ্রদ্ধেয় প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার স্যারকে। যিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান না করলে হয়তো এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রতিষ্ঠা লাভ করত না । আমি বর্তমানে যে বিভাগে কর্মরত আছি সেই বিভাগ এর কোন অস্তিত্বও থাকত না।
প্রফেসর রাশেদ আরও বলেন, এই বিভাগ অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অনেক ত্যাগ স্বীকার করে আজকে সগৌরবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত একটি বিভাগ। আল্লাহ তাআলার রহমত ও আপনাদের সবার দোয়ায় এই পর্যন্ত আসতে পেরেছি। বাকি পথটুকু আপনাদের দোয়ায় যেন ভালো কিছু করতে পারি।

