সিরিজ বোমা হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০২ PM, ১৭ অগাস্ট ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

১৭ আগস্ট বিকেল ৫ টায় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক মুকিত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল জালাল, মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবাবেশটির সঞ্চালনায় ছিলেন জাতীয় শ্রমিকলীগের পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।

এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবী জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :