সাহেবগঞ্জ বাগদাফার্মে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আঞ্চলিক সংসদ গঠন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বহুল আলোচিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল অধ্যুষিত সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় ছাত্র ইউনিয়নের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতি ক্রমে রিয়া হেমব্রমকে সভাপতি, মিতা টুডুকে সাধারণ সম্পাদক ও সুচিত্রা মুর্মু তৃষ্ণাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সাহেবগঞ্জ বাগদাফার্ম আঞ্চলিক সংসদ গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি তিতাস মুর্মু, সহসাধারণ সম্পাদক সুজন মার্ডি, কোষাধ্যক্ষ সুমিত্রা মুর্মু, দপ্তর সম্পাদক জয়ন্ত টুডু, শিক্ষা ও গবেষণা সম্পাদক ঈশিতা সরেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ঈশিতা হেমব্রম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার হাজরা, সাংস্কৃতিক সম্পাদক অর্চনা টুডু, ক্রীড়া সম্পাদক বিষব মুর্মু । এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উইলসন মুর্মু, রকি মুর্মু, ইলিয়াস টুডু, সীমা মুর্মু, প্রভাতী টুডু, নয়মী হাজরা, শান্তি টুডু, রেশমা মুর্মু।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ও গাইবান্ধা জেলা সংসদের সহসভাপতি ছাত্রনেতা তাহমীদ চৌধুরী, জেলা সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা বিকাশ চন্দ্র, ছাত্রনেতা শাকিল খাঁ ও সত্যেন চন্দ্র প্রমুখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেত্রী মৈত্রেয় হাসান জয়িতা।

