সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩১ PM, ২১ ডিসেম্বর ২০২০

Spread the love

মহসিন মিজবাহ, সালথা (ফরিদপুর) প্রতিনিধি;

ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সালথা প্রেসক্লাবের আয়োজনে সোমবার (২১ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন কমিশনার সালথা প্রেসক্লাবের আবুল খায়ের, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান সহ সালথা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। সাধারণ সভাটি পরিচালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নাহিদ।

সভায় প্রেসক্লাবের কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ায় আগামী কমিটি গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সভায় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং উপস্থিত অতিথি বৃন্দ সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :