সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
মহসিন মিজবাহ, সালথা (ফরিদপুর) প্রতিনিধি;
ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান ছিল চোখে পরার মত। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সুচনা করা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার বেদিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শত সহস্র কন্ঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করণ ও বেলুন উড়ানো হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে সীমিত উপস্থিতিতে বিজয় দিবসের আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড- এর সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার আঃ হালিম মোল্যা প্রমূখ।

