সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৭ PM, ১৭ মার্চ ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সংসদ সদস্যের সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু সহ নেতৃবৃন্দ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাধীন বাংলাদেশের রুপকার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধাভরে স্বরণ করেছে উপজেলা ও থানা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান।

বুধবার (১৭ মার্চ) দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এরপর পর্যায়ক্রমে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দফতর এবং আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফুলের তোড়া অর্পণ করে।

ফুলের তোড়া অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন প্রমুখ। পরে শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতায় উত্তীর্ণ শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ঘোড়াঘাট সরকারী কলেজের উদ্দ্যেগে আনন্দ র‌্যালী ও উপজেলা চত্বরে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ও জাতীয় শিশু কিশোর দিবসে বঙ্গবন্ধুকে ভালবাসায় ও শ্রদ্ধায় স্মরণ করেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষ।

ওইদিন সকালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় জাতীয় সংসদের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর নেতৃত্বে উপজেলা পরিষদ, সিনিয়র পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীগণ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে পৌরসভা কর্মকর্তা ও কাউন্সিলরগণ, সিরাজুল ইসলাম রতনের নেতৃত্বে পলাশবাড়ী প্রেসক্লাব, রাসেল মাহমুদ তাপস ও তুষার সরকার বাবুর নেতৃত্বে যুবলীগ, আশরাফুল ইসলাম তিতাস ও সাংবাদিক আশরাফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আবুল কালাম আজাদ সাবু ও মাহমুদুজ্জামান প্রান্তের নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে শহীদ মিনারে শত শিশু মুজিব চরিত্রের কন্ঠে জাতীয় সঙ্গীত ও পলাশবাড়ী পৌরসভার সৌজন্যে শত পাউন্ড কেকসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ তিন শত পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কেক কাটা শেষে বেলুন উড়িয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, সন্ধ্যায় আতোশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এরপর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের পরিচালনায় ১০১ পাউন্ট কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালিত হয়েছে।

আপনার মতামত লিখুন :