সাম্প্রদায়িক সহিংসতা ও শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে গাইবান্ধায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১১ PM, ৩০ জুলাই ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতা, শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো। শনিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের যৌথ আয়োজনে সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

‘শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস’ এই স্লোগান নিয়ে আয়োজিত সমাবেশের শুরুতে গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

এরপর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার সভাপতি দেবাশীষ দাশ দেবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা নেতা মুরাদ জামান রব্বানী, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সংস্কৃতিকর্মী শিরিন আকতার প্রমুখ।

বক্তারা বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণে ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে অনেকে নিজেদের স্বার্থ হাসিল করে। সবসময় রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে এই সাম্প্রদায়িকতা আমরা আটকাতে পারবো না৷ এই সাম্প্রদায়িকতা যদি আটকাতে হয়, তাহলে আজকে সব সাংস্কৃতিক দলকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আমাদের সামাজিক শক্তি দিয়ে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াই না করি, তাহলে রাষ্ট্র আমাদের হাত থেকে ছিনতাই হয়ে যাবে।

আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এতে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা আবৃত্তি, গণসংগীত পরিবেশন করেন। আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম সোনা, রনজিত সরকার, শাহ্ মশিউর রহমান, গৌতমাশীষ গুহ সরকার, আফরোজা লুনা প্রমুখ।

আপনার মতামত লিখুন :