সাদুল্লাপুরে বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৬ PM, ০৭ জুলাই ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বপন মন্ডল (৩৬) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

নিহত স্বপন মন্ডল উপজেলার জামালপুর ইউনিয়নের খৌর্দরসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।

বুধবার (৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, স্বপন মন্ডল দুপুরে আর্জেন্টিনার পতাকা নিজ বাড়ির ছাদের স্টীল পাইপের সঙ্গে লাগাতে গিয়ে বাড়ির উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের তারে স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :