সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৩ PM, ০২ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৭) নামের এক ট্রলির চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শাকিল মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় শাকিল মিয়া কাঠবোঝাই ট্রলি চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে অপর একটি ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রলিটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাকিল মিয়া গুরুতর আহত হয়। এরই ফাঁকে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে শাকিলকে দ্রæত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এবিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার প্রদীপ কুমার রায় বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুন :