সাতদফা দাবী বাস্তবায়নে; গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট সহ সাতদফা দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে শনিবার দুপুর ৩টা দিকে সাওতালপল্লীর মাদারপুর শ্যামল, মঙ্গল, রমেশ স্মৃতিবিদ্যা নিকেতন প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, জাতীয় আদিবাসী কেন্দ্রী পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ সরেণ, সাধারণ সম্পাদক সুবিন মুন্ডা, সিপিবি গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, বাসদ নওগাঁ জেলা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া ও সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান।
বক্তারা বলেন, সাঁওতাল হত্যা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট সহ সাতদফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন চালিয়ে যাবো। আপনারা অনেক ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন। মুসলিম, হিন্দু, আদিবাসী সহ সব জাতীর মানুষ আজ সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে যে আন্দোলন গড়ে তুলেছেন, এটা বাংলাদেশের তথা বিশ্বের ইতিহাসে বিরল। এই ভূমি উদ্ধারকে কেন্দ্র করে যে সংগঠন গড়ে উঠেছে তা যেন আটুট থাকে। তাহলেই শুধু এই ভূমি উদ্ধার নয় এর চেয়েও বড় কিছু অর্জন করা সম্ভব।
সকলকে এভাবেই একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আশা ব্যক্ত করেন বক্তারা। সেইসাথে সভা থেকে সংশ্লিষ্টদের কাছে সাঁওতালদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাপ-দাদার জমি ফেরতের দাবী জানানো হয়।

