সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৪ PM, ১৬ মে ২০২১

Spread the love

সাতক্ষীরা প্রতিনিধি;

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমকে (৫২) ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মে) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শাহ আলমসহ পাঁচ আইনজীবীর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন শিক্ষানবিশ আইনজীবী লিয়াকত হোসেন।

অন্য আসামিরা হলেন সিরাজুল ইসলাম, তারিক ইকবাল তপু, শাহেদুজ্জামান শাহেদ ও ফুয়াদ হাবিব টিটো।

অভিযোগে বলা হয়, গত ৬ অক্টোবর আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি শাহ আলম তার চেম্বারে ডেকে নিয়ে লিয়াকতকে মারধর করেন। এরপর গলায় ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন।

এরআগে গত ২৬ এপ্রিল অন্য একটি মামলার শুনানি চলাকালে পিপি সম্পর্কে কটূক্তি করায় শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়।

আপনার মতামত লিখুন :