সাঘাটায় পশ্চিম বাটি-দূর্গাপুর রাস্তাটি চলাচলে অযোগ্য, মেরামতের দাবী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৭ PM, ১১ অগাস্ট ২০২২

Spread the love
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামের আনিসুরের চাতাল হইতে দূর্গাপুর পর্যন্ত এলাকার রাস্তাটি বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন সহ জনগণের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রাম হতে উত্তরে দূর্গাপুর পর্যন্ত রাস্তা দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালপুরুজ হরিরামপুর ও রামচন্দ্রপুর ইউনিয়নের লোকজন বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন যায়গায় যাওয়ার উদ্দেশ্যে এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন।
এছাড়াও সাঘাটা উপজেলার লোকজন গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন কাজকর্ম করতে গেলে ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন হলে চলাচলে অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। অত্র এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানান।
চাতাল মালিক আনিসুর রহমান জানান, এই রাস্তাদিয়ে দূর্গাপূর গোবিন্দগঞ্জের তিনটি গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ধান পাট, শাক-সবজি, ভ্যানযোগে বোনারপাড়া হাটে বিক্রয় করার জন্য নিয়ে আসার সময় অনেকে দূর্ঘটনার শিকার হয়ে পড়ে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আপনার মতামত লিখুন :