সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি;
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে শনিবার (২২ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর প্রেসক্লাব এই কর্মসূচীর আয়োজন করে। এই কর্মসূচীতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় ধাপেরহাট প্রেসক্লাব, পার্শ্ববর্তী পলাশবাড়ী ও রংপুরের পীরগঞ্জ উপজেলার সাংবাদিকবৃন্দ।
দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, অর্থ সম্পাদক মোস্তাফিজার রহমান ফারুক, সাংবাদিক এস.এম আসাদুজ্জামান, আমিনুল ইসলাম, লাভলু প্রমাণিক, জালাল উদ্দিন, আব্দুল করিম সরকার, রফিকুল ইসলাম ও প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহিন।
বক্তরা বলেন, সাংবাদিকরা সরকারের প্রতিপক্ষ নন, তারা সরকারেরই অংশ। সাংবাদিকরা অনুসন্ধানি কাজ করে সরকারের ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার চেষ্টা করেন অথচ সেই অনুসন্ধানি কর্মকান্ডের জন্যই সাংবাদিক রোজিনা আজ কারাগারে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক রোজিনার ওপর আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতার উপরই হস্তক্ষেপ। চুরির অভিযোগে মামলা দিয়ে রোজিনাকে যাঁরা হয়রানি, লাঞ্ছিত ও হেনস্তা করেছেন, তাঁদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামসহ অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিও জানান বক্তারা।

