সাঁওতাল বিদ্রােহ দিবস উপলক্ষে আলােচনা সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩১ PM, ২১ জুন ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরােধী সংগ্রামের অংশ হিসেবে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রােহ এক গৌবাজ্জ্বল অধ্যায়। প্রথম সশস্ত্র গণসংগ্রাম। সাঁওতাল বিদ্রােহীদের সেদিনের দেশপ্রেমিক সংগ্রাম, আদর্শ ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকাল ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। মুক্তিকামী মানুষের কাছে আজও তা অনুপ্রেরণার উৎস।

সাঁওতাল বিদ্রােহ দিবস উপলক্ষে ২১ জুন শনিবার সকালে অবলম্বন মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যােগ, গাইবান্ধার আয়ােজনে এক আলােচনা সভার আয়ােজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন- পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল। আলােচক হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যােগ, গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সনাকের সহ-সভাপতি জিয়াউল হক কামাল, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের উপজেলা আহবায়ক গােলাম রব্বানী মুসা, আদিবাসী ইয়ুথ গ্রুপের সদস্য সুরভী মার্ডি, সাবিনা মুর্মু, সময়ের আলাে পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রােমেল, বিডিইআরএম এর সভাপতি খিলন রবিদাস, নারী নেত্রী মাজদা খাতুন ও নাজমা বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্য ওয়াজির রহমান রাফেল বলেন, ব্রিটিশরা স্থানীয় ভূস্বামীদের সহায়তায় প্রান্তিক কৃষকদের ভূমি কেড়ে নিতে চেয়েছিল। সাঁওতালদের নেতা দুই ভাই সিধু-কানুর নেতৃত্ব সবার প্রতিরােধ গড়ে উঠেছিল। সেদিন ব্র্রিটিশদের ভীত কাঁপিয় দিয়েছিল কৃষকরা। অত্যাচারের সেই ধারা আজও অব্যাহত। ভূমিদস্যুরা আজও সক্রিয়। ঐক্যবদ্ধ হয়ে ভূমি দখলসহ সব প্রবঞ্চনার বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলার আহবান জানান তিনি।

আপনার মতামত লিখুন :