সাঁওতালপল্লীর ৫০০ পরিবারের মাঝে নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর জয়পুরপাড়া সাঁওতালপল্লীতে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২০ জুন) দুপুরে সাহেবগঞ্জফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাহিদ ফাউন্ডেশন গাইবান্ধার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৫০০টি পরিবারের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্রের মধ্যছিল শাড়ী, লুঙ্গি ও থ্রি পিস।
উক্ত বস্ত্র বিতরণকালে নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা রকিবুল হক চৌধুরী, রফিকুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক ওয়াজিউর রহমান র্যাফেল উপস্থিত ছিলেন। এছাড়া সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, প্রিসিলা মুরমু ও রাফায়েল হাজদা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ডা. ফিলিমন বাস্কে বলেন, করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নাহিদ ফাউন্ডেশন বস্ত্র বিতরণ করেছেন। তারা সহযোগতিার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

