সম্পদের লোভে বৃদ্ধ পিতাকে গুমের অভিযোগ ছেলের বিরুদ্ধে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২০ PM, ১৭ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্পদের লোভে গোলাম মোস্তফা (৯০) নামে এক বৃদ্ধ পিতাকে গুমের অভিযোগ উঠেছে তার ছেলে জাহিদুল ইসলাম মিঠুর বিরুদ্ধে। এ ঘটনায় গোলাম মোস্তফার মেয়ে থানায় মিঠুসহ দুইজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার পাঁচজন মেয়ে ও এক ছেলে রয়েছে। গোলাম মোস্তফা তার মেয়েদের বিয়ে দিয়েছেন। এরই মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে ফোরলেন উন্নতিকরণ কাজে গোলাম মোস্তফার নামীয় ভূমি অধিগ্রহণ করা হয়। সম্প্রতি গোলাম মোস্তফার ছেলে জাহিদুল ইসলাম মিঠু তার পিতার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়াসহ ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টা করে। এরই ধারাবহিকতায় মিঠু তার পিতা গোলাম মোস্তফাকে প্রায়ই মারপিট, প্রাণনাশের হুমকিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে গত ৭ জুন গোলাম মোস্তফা নিখোঁজ হন। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তার মেয়ে ছামছুন্নাহার বেগম বাদী হয়ে গত ১৪ জুন তার ভাই জাহিদুল ইসলাম মিঠু (৫৪), একই গ্রামের তাজুল ইসলাম ম-লের ছেলে বিপুল ম-ল (৪২) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে গোলাম মোস্তফার ছেলে জাহিদুল ইসলাম মিঠুর ০১৭১৮৮৮১২৭৮ নং ফোনে একাধিকবার চেষ্টা করেও না পেয়ে খুদে বার্তা পাঠানো হয়। কিন্তু তাতেও কোন সাড়া পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :