সন্ধায় নিখোঁজ সকালে ধানক্ষেতে মিলল শিশুর লাশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫২ PM, ১০ জানুয়ারী ২০২২

Spread the love

লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে আবু বক্কর সিদ্দিক (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জানুয়ারী) সকালে নিজ বাড়ির পাশে ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু উপজেলার পালশা ইউপির দেওগ্রাম- পূর্বপাড়া গ্রামের রুহুল আমিন ফকোর বড় ছেলে। সে পাশ্ববর্তী ডুগডুগিহাট হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করত।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রবিবার (৯ জানুয়ারী) রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছে।

শিশুটির মা আছিয়া বেগম জানান, শনিবার সন্ধায় তার ছেলে মাগরিবের নামাজ পড়বে বলে মাদ্রাসার দিকে যায়। তবে নামাজ শেষ হলেও, তার ছেলে বাড়িতে না ফেরায় তারা মাদ্রাসা সহ আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু ছেলেটির কোন সন্ধান তারা পায়নি। পরের দিন রবিবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি ধানী জমির ধারে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, স্থানীয় লোকজন খবর দিলে রবিবার সকালে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। শিশুটির নাকে রক্ত ও মুখে রক্ত মাখা ছিল।

তিনি আরো বলেন, সব বিষয় মাথায় রেখে আমরা আশে পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। লাশ ময়না তদন্তের জন্য সোমবার (১০ জানুয়ারী) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

আপনার মতামত লিখুন :