সংবাদ প্রকাশের পর, লাখাইয়ে পানি নিষ্কাশন নিরসনের জন্য সমাধানের আশ্বাস

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২০ PM, ২৮ অগাস্ট ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; ডিবিসি অনলাইন পোর্টাল এ সংবাদ প্রকাশের পর, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের চিনামোড়ার রাস্থা ও পানি নিষ্কাশনের নালা বন্ধ ও জলাবদ্ধতা সৃষ্টি তদন্তে সত্যতা পাওয়া গিয়েছে।

এ ব্যপারে লাখাই উপজেলার সহকারী কমিশনার( ভুমি)  কর্মকর্তা মাসুদুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে জানান আমি লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার নির্দেশ প্রাপ্ত হয়ে সরেজমিনে তদন্ত করেছি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ করেছি এবং নির্বাহী কর্মকর্তার কথামত জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের নালা বন্ধ সম্পর্কে বিস্তারিত অবহিত করেছি।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধি কে জানান সহকারী কমিশনার ভুমি এর তদন্ত ক্রমে আমাকে বিস্তারিত অবহিত করেছে, এতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে উপজেলা পর্য্যায়ে সমাধানের  উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরো জানান যদি উপজেলা পর্যায়ে যদি সমাধান করা না যায় তা হলে জেলা সমন্বয় সভায় এ বিষয়ে প্রাস্তাব উত্থাপন করার পর যে সিদ্ধান্ত দেয়া হয় সে মোতাবেক সমস্যার সমাধান নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পানি নিষ্কাশনের নালা ও জলাবদ্ধতা  নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :