শ্রীলঙ্কা এখন দেউলিয়া, এটাই সত্য

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৯ PM, ০৫ জুলাই ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার দেশ দেউলিয়া হয়ে গেছে এটাই সত্য এবং এই অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের তীব্রতা অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত থাকবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তিনি এ কথা বলেছেন।

অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে। এর ফলে দ্বীপ রাষ্ট্রটির দুই কোটি ২০ লাখ মানুষকে কয়েক মাস ধরে চরম মুদ্রাস্ফীতি এবং বিদ্যুতের ঘাটতি সহ্য করতে হচ্ছে।

বিক্রমাসিংহে জানিয়েছেন, এক সময়ের সমৃদ্ধ দেশটিতে চলতি বছর তীব্র মন্দা থাকবে এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি অব্যাহত থাকবে।

তিনি বলেছেন, ‘আমাদের ২০২৩ সালেও অসুবিধার সম্মুখীন হতে হবে। এটাই সত্য। এটাই বাস্তবতা।’

প্রধানমন্ত্রী জানান, আগস্টের মধ্যে ঋণদাতাদের সাথে একটি ঋণ পুনর্গঠন পরিকল্পনা চূড়ান্ত করার উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে শ্রীলঙ্কার চলমান বেলআউট আলোচনা নির্ভর করছে।

বিক্রমাসিংহে বলেন, ‘আমরা এখন দেউলিয়া দেশ হিসেবে আলোচনায় অংশ নিচ্ছি।’

আপনার মতামত লিখুন :