শ্রীমঙ্গলে মস্তক নিহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল রশিদপুর এলাকা থেকে মস্তক নিহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানাধীন রশিদপুর এলাকার সেকশন কিঃমিঃ ২৭৫/২-৩ এর মাঝে অজ্ঞাতনামা পুরুষের মস্তকছিন্ন লাশ পাওয়া যায়। স্থানীয়রা মরদেহ দেখে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির পুলিশকে সংবাদ দিলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ এস.আই (নিঃ) মোঃ হারুনুর রশিদসহ কয়েকজন পুলিশ অজ্ঞাতনামা লাশটির সুরতহাল প্রস্তুত করেন।
পরবর্তীতে অজ্ঞাতনামা লাশের পরিচয় জানার জন্য পিবিআই, হবিগঞ্জ জোনকে খবর দিলে তৎক্ষনাৎ পিবিআই হবিগঞ্জ এর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার আল মামুন শিকদার মহোদয়ের দিকনির্দেশনায় পিবিআই,হবিগঞ্জ এ কর্মরত এস আই (নিঃ) বাপ্পু বহ্নি এর নেতৃত্বে সঙ্গীয় এস.আই আব্দুর রউফ, কন্সটেবল শরীফ এবং কন্সটেবল সেলিমসহ একটি ক্রাইমসিন টিম শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়িতে পৌছে অজ্ঞাতনামা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক পরিচয় শনাক্ত করেন।
মৃত ব্যক্তির নামঃ বিরেন্দ্র চন্দ্র দাস, পিতা- বিমল দাস, স্থায়ী ঠিকানা- চরলালপুর পঃ পাড়া, ইউনিয়নঃ লালপুর, থানাঃ আশুগঞ্জ, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া।

