শ্যামনগরে ট্রলি চাপায় নারীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি;
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় ট্রলি চাপায় নানুবিবি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে কাশিমাড়ী দীঘিরপাড় নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নানুবিবি কাশিমাড়ী গ্রামের বাসিন্দা মো. আব্দুর সুবর গাজীর স্ত্রী।
জানা যায়, কাশিমাড়ী গ্রামের বাসিন্দা কালিপদ সানার ছেলে প্রদিপ সানা নিজ বাড়ীতে কাজের জন্য ট্রলিতে করে বালু নিয়ে দিঘীরপাড় মন্দির এর সামনে পৌঁছালে ট্রলির চালক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের শওকাত হোসেনের ছেলে মফিজুল ট্রলির নিয়ন্ত্রণ হারায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পথচারি নানুবিবির শরীরের উপরে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নানুবিবির মৃত্যু হয়।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

