শুভেচ্ছা ভালোবাসায় ‘ছবিওয়ালা’ খ্যাত ফটো সাংবাদিক কুদ্দুস আলমের জন্মদিন পালন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৫ PM, ০১ ডিসেম্বর ২০২২

Spread the love

স্টাফ রিপোর্টার;

শুভেচ্ছা ভালোবাসায় ‘ছবিওয়ালা’ খ্যাত খ্যাতিমান ফটো সাংবাদিক, গাইবান্ধা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও ক্দ্দুুস আলমের জন্মদিন গাইবান্ধা প্রেসক্লাবে পালন করা হয়।

গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই জন্মদিন পালিত হয়।

এসময় তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাংবাদিক উত্তম সরকার, রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, আবু কায়সার শিপলু, শামসুজ্জোহা, কায়সার রহমান রোমেল, শাহীন নুরী, প্রেসক্লাবের কম্পিউটার অপারেটর আতোয়ার রহমান।

আপনার মতামত লিখুন :