শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ১৬ জানুয়ারী পর্যন্ত
ডিবিসি প্রতিবেদক;
কোভিড-১৯ এর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরো বাড়ল। এ ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান আর খুলছে না।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম,এ, খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শীতে করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় আবারও ছুটি বাড়ানো হয়েছে।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়, যা এখন পুরো বছরই পার করতে যাচ্ছে।

