শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অনগ্রস স্কুলের আয়োজনে দলিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১০ PM, ০১ অক্টোবর ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর শনিবার দুপুর ১২টায় অনগ্রসর স্কুল, গাইবান্ধা দলিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ রবিদাস ফোরামের আহবায়ক খিলন রবিদাসের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চের আহবায়ক ও গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ

সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী,
সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, সমাজকর্মী
গোলাম রব্বানী মুসা, কাজী আব্দুল খালেক, আহাদুজ্জামান রিমু, অ্যাড.
মোহাম্মদ আলী প্রামানিক, অ্যাড. ফারুক কবীর, সুজন রবিদাস, সুমন রবিদাস
প্রমুখ।

আলোচনায় বক্তরা বলেন, অনগ্রসর ও দলিত জনগোষ্ঠীর পরিবারগুলো আর্থিক সংকটের কারণে উৎসবগুলোতে নতুন জামা কাপড় কিনতে পারে না। তাদের পরিবারের অন্তত শিশুদেরকে এই সামান্য উপহার দেয়ার মহতী উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। প্রশাসনসহ সমাজের দানশীল অবস্থাপন্ন মানুষকে এই কাজে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন :