শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের কর্মকর্তা মো. কাউসার আলী, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা আমার বাড়ী আমার খামার অফিসার মো. মোস্তাফিজুর রহমান শরীফ, উপজেলা আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টন প্রমুখ।স
সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে এসব বুদ্ধিজীবী নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকেও উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নিধনযজ্ঞের শিকারের দিন হিসেবে স্মরণ করা হলেও মূলত ১০ ডিসেম্বর থেকেই ইতিহাসের এ ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয়।

