শরণখােলায় ইয়াবা ও গাঁজাসহ আটক ১
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগরহাটের শরণখােলায় জেলা গােয়েন্দা ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও তিন শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মােল্লাকে (৪০) আটক করেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বাচ্চু মােল্লা উপজেলার রায়েন্দা ইউনিয়নর উত্তর কদমতলা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুস মােল্লার ছেলে।
শরণখােলা থানার অফিসার ইনচার্জ মাে. সাইদুর রহমান জানান, পুলিশের যৌথ বাহিনী গােপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা উত্তর কদমতলা কেজি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থক ২৫ পিস ইয়াবা ও তিন শত গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটক বাচ্চু মােল্লার বিরুদ্ধে শরণখােলা থানায় ডিবির উপ পরিদর্শক গাজী ইকবাল বাদী হয় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।

