শপথ নিলেন ঘোড়াঘাটে নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে চারটি ইউনিয়নের সাধারণ নির্বাচনে বিজয়ী চারজন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
সোমবার (৭ মার্চ) দুপরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঘোড়াঘাট, বিরল, বীরগঞ্জ ও সদর উপজেলা থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) খালেদ মোহাম্মদ জাকী।
এ সময় ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউপি থেকে সদের আলী খন্দকার, ২নং পালশা ইউপি থেকে কবিরুল প্রধান, ৩নং সিংড়া ইউপি থেকে সাজ্জাদ হোসেন এবং ৪নং ঘোড়াঘাট ইউপি থেকে আসাদুজ্জামান ভুট্টু শপথ গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারী ঘোড়াঘাটের চারটি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে চারটি ইউপির দুটিতে আওয়ামীলীগ এবং অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করে।

