লাখাই যুবদলের উদ্যোগে দোয়া মহফিল ও ঈদ পূণর্মিলনী
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ জুলাই) বাদ আসর লাখাই উপজেলার কালাউক বাজারে সুলতান মার্কেট মাঠে দোয়ার মাহফিল ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
লাখাই উপজেলা যুব দলের আহবায়ক তাউছ আহমেদের সভাপতিত্বে দোয়া ও ঈদ পূণর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের জেলা সাংগঠনিক সম্পাদক আমীনুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা প্রতিষ্টাতা সাবেক সভাপতি এস আর তালুকদার শাহিনুর, হবিগঞ্জ যুব দলের সহ-সভাপতি আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এমদাদ ঠাকুর চৌধুরী সহ লাখাই উপজেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

