লাখাই বুল্লা বাজারে দুঃসাহসিক চুরি, চোরাইমাল জব্দ সহ দুই আসামী আটক
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; লাখাইয়ে বুল্লা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনায় চোরাইমাল জব্দ সহ আসামী রাকিব মিয়া ও রুকন মিয়া নামে দুই আসামীকে আটক করে পুলিশে দিয়েছে বাজার কমিটি।
লাখাই থানা সুত্রে জানা যায় উপজেলার বুল্লা বাজারে ভোলানাথ মোদকের মুদি দোকানের বেড়া কেটে আসামীরা ঘরে প্রবেশ দোকানের বিভিন্ন মালামাল চুরি করে বুল্লা বাজারের নৌকা ঘাট থেকে একটি ডিঙি নৌকার থালা ভেঙে চোরাই মালামাল নিয়ে সুতাং নদী পথে যাওয়ার সময় ভাদিকারা নৌকা ঘাট পৌছলে হাওড়ে অবস্থানরত লোকজনের সন্দেহ হলে আসামীদের কে জিজ্ঞাসা করলে তার সঠিক উত্তর দিতে না পারায় বুল্লা বাজার কমিটিকে খবর দিলে বাজার কমিটি চোরাইমাল ও আটক আসামীদের কে বুল্লা বাজারে নিয়ে গেলে বাজার কমিটি লাখাই থানায় সংবাদ দিলে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শাহানুর ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা বাজার থেকে চোরাইমাল জব্দ করে আসামীদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আসামীরা হলেন সিংহগ্রামের সামছু মিয়ার ছেলে রাকিব মিয়া ( ১৯) ও আঃ আহাদের ছেলে রুকন মিয়া (২৫) এ ঘটনায় দোকানের মালিক ভোলানাথ মোদক বাদী হয়ে লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চোরাই মালের মূল্য ২৯ হাজার ৮ শ ৪৯ টাকা ও ডিঙি নৌকার মূল্য ২০ হাজার টাকা।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে চোরাইমাল জব্দ সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত বলেন আটক আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ হচ্ছে।

