লাখাই থানার পাকা ঘাটলা এখন মরন ফাঁদ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৭ PM, ১১ জানুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই থানার পুকুরের পাকা ঘাটলা মরন ফাঁদের পরিণত।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লাখাই থানার পাকা ঘাটলাটি ধসে মরন ফাঁদের উপক্রম। খোঁজ নিয়ে জানা যায় বিগত বন্যার সময় অতিরিক্ত বৃষ্টির কারনে পাকা ঘাটলার নীচে মাটি সরে গিয়ে পুকুরের ভিতর অংশ পুকুরের সাথে মিশে গেছে।

প্রতিদিন লাখাই থানার পুলিশ অফিসার সহ সাধারন পুলিশরা নিয়মিত গোসল করে থাকেন এবং মসজিদে আসা মুসল্লিরা অযু করতে এই পাকা ঘাটলা ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে ঐ ঘাটলার যে অবস্থা সৃষ্টি হয়েছে যে কোন সময় দূর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে।

এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা পরিষদের কাছে বিষয়টি জানিয়েছি এবং আমাকে আস্বস্ত করেছন ঘাটলাটি মেরামত করে দেয়ার ব্যবস্থা নিবেন।

লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মুশফিউল আলম আজাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়টি আমি জেনেছি অচিরেই ঐ ঘাটলাটি পুনঃনির্মাণের ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :