লাখাই থানার আসামী ঢাকা উত্তরা পশ্চিম এলাকা থেকে আটক
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাই থানা নিয়মিত মামলার আসামী ঢাকা উত্তরা পশ্চিম এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ ইদুল মিয়াকে আটক করেছে পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় কাঠিহারা গ্রামের মারামারি মামলার আসামীকে গ্রেপ্তারের জন্য লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) জহির আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা উত্তরার পশ্চিম থানা পুলিশের সহায়তায়
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) ভোর ৫টায় কাঠিহারা গ্রামের মৃত তাজ উদ্দীনের ছেলে মোঃ ইদুল মিয়া (৫০) কে আটক করে থানায় নিয়ে আসে।
আটক আসামীকে মঙ্গলবার ( ২৫ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

