লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে পরলোকগমন করেছেন
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে আর নেই।
২১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরলোকগমন করেছেন তিনি।
জানা গেছে, লাখাই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরকারী বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন শোক জানিয়েছন।
এদিকে, লাখাই উপজেলার সকল মাধ্যমিক প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ শোক জানিয়ে জীবন কুমার দে,র পরিবারের প্রতি সমবেদনা ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি ধর্য্যধারনের জন্য জ্ঞ্যাপন জনিয়েছেন।
এ ছাড়াও লাখাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম তার পরিষদের পক্ষ থেকে শোক বার্তা জানিয়েছেন। দীর্ঘদিন জীবন কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাবে দায়ীত্ব পালন করেছেন।

