লাখাই উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা নগদ অর্থ ঢেউটিন ও চেক বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৭ PM, ০৫ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় দরিদ্র পরিবার কে নগদ অর্থ, ঢেউটিন, ও চেক বিতরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ৫ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের শাহ আলমের ছেলে মোঃ শফিকুল আলমের হাতে উপজেলার ইউএনও’র ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুরের ব্যক্তিগত তহবিল থেকে ৪ হাজার, আমেরিকা প্রবাসী ওয়াছি চৌধুরী ৫ হাজার টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডি ডি এম) গৃহ নির্মান মঞ্জুরী খাত থেকে ৬ হাজার টাকা ও দুর্যোগ ব্যবস্থাপনা (ডিডিএম) কর্তৃক ২ বান্ডিল ঢেউটিন প্রদান করেছেন।

উপজেলা প্রশাসন কর্তৃক আর্থিক সহায়তা পেয়ে মোঃ শফিকুল আলম আবেগে আপ্লুত হয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য কিছুদিন পূর্বে তুফানে শফিকুল ইসলামের একমাত্র সম্বল ঘরটি ভেঙ্গে গেলে এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন এই মহতি উদ্যোগের বহিঃপ্রকাশ ঘটেছে।

আপনার মতামত লিখুন :