লাখাই উপজেলার মুড়িয়াউক ইউপিতে ওয়ার্ড সদস্য পদে গিয়াস উদ্দিন নির্বাচিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৪ PM, ২৭ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে মুড়িয়াউক ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে গিয়াস উদ্দিনকে বেরসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

জানা যায়, মুড়িয়াউক ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ২৭ জুলাই বুধবার সকাল ৮টা থেকে শুরু করে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোট শুরু করে ইভিএম পদ্ধতিতে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাডিং অফিসার লাখাই উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন।

তিনি জানান, ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মাধ্যমে ফলাফল ঘোষনা করেন।  ফলাফল ঘোষনায় গিয়াস উদ্দিন কে বিজয়ী ঘোষনা করেন। বিজয়ী গিয়াস উদ্দিন মোরগ মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৬০৮ ভোট তার নিকটতম প্রতিধন্ধি ভোট পেয়েছেন টিউবওয়েল মার্কা বিলাশ আক্তার ৫৮১ ভোট।

নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শন করেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, ভুমি কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সাদেকুল ইসলাম। সার্বক্ষনিক দায়ীত্বরত ছিলেন ওসি তদন্ত চম্পক দাম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের মোঃ নুরুল বশর চৌধুরী,  মুড়িয়াউক বিট অফিসার এস আই মিজানুল সহ পুলিশ,  আনসার ভিডিপি প্রমুখ।

আপনার মতামত লিখুন :