লাখাই উপজেলার ইতিকথা, এম এ ওয়াহেদ
লাখাই উপজেলার ইতিকথা, এম এ ওয়াহেদ;
ইতিহাসের পাতা থেকে লাখাই উপজেলার ইতি কথা।ভারত বর্ষের আসাম বেঙ্গল প্রদেশের শেষ সীমানায় ছিল এই অঞ্চল ।
বর্তমানে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম নামক স্থানে ছিল লাখাই আউটপোষ্ট । ১৯২২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি তৎকালীন আসাম প্রাদেশিক সরকারের গেজেট নোটিফিকেশন নম্বর ১৭৬ জিকে-র মাধ্যমে লাখাই থানা প্রতিষ্ঠিত হয় মর্মে জানা যায় ।
তার আগে এ অঞ্চলের সাব রেজিষ্টি অফিস ছিল মাধবপুর উপজেলার চর ভাঙ্গা নামক স্থানে । ১৯৪৭ এর পরে এ অঞ্চলের সাব রেজিষ্ট্রি অফিস হয় হবিগঞ্জ মহকুমায় । ৪৭ এর পরে হবিগঞ্জ মহকুমার অধীনে এ অঞ্চলকে সার্কেল অফিসার রাজস্বের আওতায় আনা হয় ।
১৯৬৪ সালে এ অঞ্চলকে সার্কেল অফিসার উন্নয়নের আওতায় আনা হয় এবং স্বজনগ্রাম নামক স্থানে সিও ডেভেলপমেন্ট লাখাই এর কার্যালয় স্থাপন করা হয় । সিও ডেভেলপমেন্ট এর কার্যালয়ের অধীনে অন্যান্য অফিস স্থাপন করা হয়।
১৯৮৩ সালে বিভিন্ন নেতৃবৃন্দের দরখাস্ত আন্দোলনের বিনিময়ে ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে লাখাইকে মনোনীত থানায় উন্নীত করা হয় এবং বামৈ ইউনিয়নের ভাদিকারা মৌজার কালাউক নামক স্থানে ১৯৮৩ সালের ১৫ ই এপ্রিল মানোন্নীত থানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ।
প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিবেকানন্দ পাল, প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ছিলেন মিজানুর রহমান, ভুমি কমিশনার ছিলেন সামছুল হক ও প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযুদ্ধা মরহম মোহাম্মদ নিজাম উদ্দিন ।
পরবর্তীতে ধীরে ধীরে কালাউক নামক স্থানেই উপজেলা পরিষদের সকল অফিস, বাসভবন প্রতিষ্ঠিত হয় । বর্তমানে কালাউক উপজেলা সদর হিসেবে সরকারের যাবতীয় কার্যক্রম চলিতেছে।
বর্তমানে নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু। ভুমি কমিশনার মাসুদুর রহমান।

