লাখাই ইউএনও’র হাতে কবি গ্রন্ত তুলে দেন মহিউদ্দিন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৯ PM, ২৩ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাইয়ে উপজেলা নির্বাহী অফিসারকে “বাংলার  উদীয়মান  কবি” উপহার  দিলেন কবি মহিউদ্দিন।

লাখাইয়ে  লাখাই  উপজেলা নির্বাহী  অফিসার মোঃ শরীফ উদ্দীন  কে শুভেচ্ছার নিদর্শন  স্বরুপ সেরা কবিতা নিয়ে” বাংলার  উদীয়মান  কবি” গ্রন্থ খানী তাঁর হাতে তুলে দেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক  সম্পাদক  ও উদীয়মান  কবি মহিউদ্দিন  আহমেদ  রিপন।

শনিবার (২৩ জুলাই) লাখাই উপজেলা নির্বাহী  অফিসার এর কার্যালয়ে দুপুরে কবিতা গ্রন্থ টি প্রদান কালে উপস্থিত ছিলেন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, সাধারণ  সম্পাদক  বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি  এম,এ,ওয়াহেদ।

উল্লেখ্য, ফজলুর রহমান বকুল এর সম্পাদনায় শব্দমালা প্রকাশনার এ গ্রন্থটিতে অন্যান্যদের মতো লাখাইর উদীয়মান কবি মহিউদ্দিন আহমেদ  রিপনের একটি কবিতা স্থান পায়।

আপনার মতামত লিখুন :