লাখাই আঞ্চলিক মহাসড়কে ৬ মাসেই রোড মার্ক মুছে যাচ্ছে নেই গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৫ PM, ০৮ অগাস্ট ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে ৬ মাস পার হতে না হতেই মুছে যাচ্ছে রোড মার্ক।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন স্হানে রোড মার্ক মুছে যাচ্ছে এবং লাখাই উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নেই গতিরোধক ও যাত্রী পারাপারের জেব্রা ক্রসিং মার্ক। গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ বড় বাজার ও হাজী আলাউদ্দীন মার্কেট।

জানা গেছে, কালাউক বাজার সংলগ্ন কালাউক উচ্চ বিদ্যালয় শেখ ভানুশাহ কিন্ডারগার্টেন, ও ঐতিহ্যবাহী ভাদিকারা ইসলামিয়া মাদ্রসা এই স্হান গুলোতে নেই যাত্রী পারাপারের জেব্রা ক্রসিং ও গতিরোধক।

অপর দিকে, বামৈ বড় বাজারের প্রতিদিন হাজার হাজার জনসাধারন ও যানবাহনের সমারোহ ফলে হরহামেশা যানঝট লেগেই আছে।

এ ব্যাপারে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের মোজাহার এন্টারপ্রাইজের সাইড ইন্জিনিয়ার মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের কাজের ইস্টিমিটে ঐ সব কাজ ধরা নেই তাই আমরা করি নাই তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অতিরিক্ত ইস্টিমিট করে আমাদেরকে বলে তা হলে আমরা ঐ সব কাজ করতে আপওি নেই।

এ সমস্যার সমাধানের জন্য লাখাই উপজেলার ছাত্র/ ছাত্রী, শিক্ষক ও সচেতন মহলের দাবী করে বলেন সংশ্লিষ্ট মন্ত্রনালয় ঐ বিষয়টি নজরে নিয়ে সমাধান করে দেয়ার জন্য জোর দাবী জানান।

আপনার মতামত লিখুন :