লাখাইয়ে হার্ভেস্টার ও শ্রমিক সংকট, পাকা ধান ঘরে তুলতে ভোগান্তিতে কৃষক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৯ PM, ০২ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ)  প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে ধানকাটার শ্রমিক ও ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার সংকটে হাওরের পাকা ধান কেটে সময়মতো ঘরে তুলতে ভোগান্তিতে পড়েছে  কৃষককূল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় এ পর্যন্ত লাখাইয়ে  কৃষকদের প্রয়োজনীয় শ্রমিক সংকট লাঘবে ও স্বল্প সময়ে সহজে যান্ত্রিক উপায়ে ধান কাটার লক্ষে ইতিমধ্যে ৫২ টি কম্বাইন্ড হার্ভেস্টার শতকরা সত্তর শতাংশ ভর্তুকীমূলে কৃষকদের মাঝে বরাদ্ধ দেয়া হয়েছে।

সরকারের লক্ষ লক্ষ টাকা ভর্তুকী দিয়ে কম্বাইন্ড হার্ভেস্টার বরাদ্ধ দেওয়া হলেও এর সুফল পুরোপুরিভাবে পাচ্ছেনা কৃষককূল।এদিকে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর দেওয়া আগাম আবহাওয়া সতর্কীকরনে জানানো হয় ২৪ এপ্রিল থেকে বৃষ্টি পাত ও ঝড় ও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবণা।

তাই শতকরা ৮০ ভাগ বা তার কাছাকাছি পেকেছে এমন ধান দ্রুত কেটে ফেলতে হবে।এ অবস্থায় কৃষককূল উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু প্রয়োজনীয় শ্রমিক ও হার্ভেস্টার এর অভাবে ধান কাটতে না পেরে অপেক্ষার প্রহর গুনছে। তবে আবহাওয়া অনুকূল থাকায় হয়তো কৃষকদের ধান কাটা নিয়ে কিছুটা উদ্বেগ হ্রাস পেয়েছে।উপজেলার পূর্ব বুল্লা গ্রামের কৃষক বিল্লাল মিয়া,সিংহগ্রাম এর কুদ্দুছ মিয়া,আব্দুল হামিদ  হার্ভেস্টার এর সংকট এর বিষয়ে বলেন বুল্লাবাজার ও আশেপাশের এবং  হাওরের পাকা ধান কাটা যাচ্চেনা।কখন ঝড়বৃষ্টি শুরু হয়ে যায় বলা মুশকিল। তাই চিন্তায় আছি। হাওরে ধানকাটার যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল।

কুদ্দুছ মিয়া জানান আমি এ বছর গোপালপুর হাওরে ১০ বিঘা জমিতে হীরা জাতের ধান চাষাবাদ করেছি।

পাকা ধান কাটার জন্য ১ সপ্তাহ থেকে  যন্ত্রের জন্য অপেক্ষা করে অবশেষে সোমবার রাতে কিছু জমি কাটার সুযোগ পাই।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে লাখাইয়ে ৫২ টি কম্বাইন্ড হার্ভেস্টার কাগজে পত্রে  থাকলেও তা বাস্তবে লাখাইর মাঠে নেই। এমনকি ৫২ টি যন্ত্রের মধ্যে কয়েকটি  লাখাইয়ে রয়েছে  এবং বাদ বাকি মেশিন গুলি  অনুমতি ব্যতিরেকে অন্যত্র স্থানান্তর হয়েছে সে তথ্য খোদ কৃষি কর্মকর্তাও অবগত নহেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায় লাখাইয়ের কোটায় ভর্তুকী মূল্যে হার্ভেস্টার বরাদ্দ নিয়ে উপজেলার বাইরে অন্য এলাকায় স্থানান্তর করা হয়ে গেছে এমনটা দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মঈন উদ্দিন আহমেদ বলেন লাখাইয়ে ৫২ টি কম্বাইন্ড হার্ভেস্টারএর মধ্যে কয়েকটি অনুমতি নিয়ে অন্যত্র স্থানান্তর হয়েছে এবং কয়েকটি বিনা অনুমতিতে উপজেলার বাহিরে চলে গিয়েছে। এগুলো ফেরত আনতে আমরা সংসলিষ্টদের চিঠি দিয়েছি আজকের মধ্যে চলে আসতে। এখন পর্যন্ত এগুলো ফেরত এসেছে কিনা তা জানতে তিনি বলেন আমি আজই বদলী হয়ে চলে যাচ্ছি।

আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্বেও ধান কাটার যন্ত্র গুলো নজরে আনার ও তা মাঠে নামানোর কোন উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :