লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫২ PM, ০১ সেপ্টেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলায় আঞ্চলিক মহাসড়কে  সড়ক দুর্ঘটনায় ১জন নিহতের খবর পাওয়া গেছে।

থানার সুত্রে জানা যায় ৩১ আগষ্ট বুধবার দিবাগত রাতে ভোর সোয়া চারটার সময় আঞ্চলিক মহাসড়কে ব্রাক অফিসের নিকট এ দূর্ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুত্র আরো জানান, রাতে একটি পিকআপ ভ্যানের চাপায় তার মৃর্ত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাড়ী মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আবু তালিব (৯০) পারিবারিক সুত্র জানায় মৃত ব্যাক্তি মানষিক ভারসাম্যহীন ছিল। সংবাদ পেয়ে লাখাই থানার এস আই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্হলে পৌছে মৃতের সুরতহাল তৈরী করে লাখাই থানায় নিয়ে আসে এবং মৃতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।

এস আই সাদরুল হাসান জানান এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানা, যে পিকআপ গাড়ীটি মৃতাকে চাপা দিয়েছে ঐ গাড়ীটি পানির নীচে তাই গাড়ীর নম্বর জানা যায়নি তবে গাড়ীটিও জব্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেস্টা চলছে।

আপনার মতামত লিখুন :