লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল।

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৯ PM, ১৬ মে ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

লাখাই উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার (১৭ মে)  সকাল ১১টায় লাখাই উপজেলা অডিটরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন খান।

তিনি জানান, স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,  সাংবাদিক,মুক্তিযোদ্ধা,ও সুশিল সমাজ সহ আরো অনেক।

লাখাই উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৯৩ হাজার ১শত ৫২ জন ভোটারের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।

তিনি আরো জানান, বুধবারে উদ্বোধনী অনুষ্ঠানের দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি,ও জনপ্রতিনিধিবৃন্দ ১১০জনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

 তিনি আরো জানান আগামী বৃহস্পতিবার (১৮ মে) হইতে ২৬ জুন পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :