লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রে ১০৯ পদের মাঝে ৩৩ পদ শূন্য, খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য সেবা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪২ PM, ১৬ অগাস্ট ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম। ভোগান্তিতে পড়ছে সেবা নিতে আসা নারী পুরুষ।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে লাখাই উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত , ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা ৬৮ জন কিন্তু বেড সংখ্যা মাত্র ৫০ টি। গাদাগাদি করে চিকিৎসা সেবা নিচ্ছে রোগীরা। বুধবার সকালে ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী কে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে তারা হলেন বামৈ গ্রামের মেহের আলী ও ফুলবাড়িয়া গ্রামের ফাতেমা খাতুন (৪০)।

এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি অত্র হাসপাতালে যোগদানের পর থেকেই জনবল সংকটে আছি তাই চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের সেবা দিতে নানা ভোগান্তিতে আছি।

জনবল সংকট এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করে লোক নিয়োগ না দেয়া পর্যন্ত জনবল সংকট থেকেই যাবে।

এ ব্যাপারে পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর অনুমতি সাপেক্ষে জানান এ স্বাস্থ্য কেন্দ্রে পদ সংখ্যা ১০৯ টি কিন্তু পদ শূন্য আছে ৩৩ টি। কোন কোন পদ শূন্য আছে জানতে চাইলে তিনি জানান ডাক্তারের পদ ৯টি শূন্য আছে ৫টি  তন্মধ্যে অনুমোদিত ছুটিতে আছে ২ এবং বিনা অনুমোদিত  আছে ২ জন। কিন্তু এ পদ ২টি এখন পর্যন্ত সংশ্লিষ্ট অধিদপ্তর পদটি শূন্য ঘোষণা করেন নাই। মিডওয়াইফ পদ ৪ টি, উপ-সহকারী মেডিকেল অফিসার পদ শূন্য ১টি, এ উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ৬টি পদ শূন্য, সহকারী নার্স ১টি,এম টি রেডিওলজি ১টি, ডেন্টাল পদ ১টি, আয়া পদ ২টি, ওয়ার্ডবয় ১টি মশালচি পদ ১টি তাও আবার পদটি শূন্য, বাবুর্চি পদ ১টি এটাও শূন্য, পরিচ্ছন্ন কর্মী ১ট,জুনিয়র  মেকানিক পদ ১টি ও গার্ডেনার পদ ১টি শূন্য রয়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জনবল সংকট এর কারনে আমরা যে কয়জন স্টাফ আছি তাদের কে দিয়ে সেবা নিতে আসা রোগিরা নিয়মিত কাঙ্ক্ষিত  চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এর পরও আমরা আমাদের সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট অধিদপ্তর যখনই নতুন জনবল নিয়োগ দিবে তখন হয়তো এ হাসপাতালে সেবা নিতে আসা রোগিদের আর ভোগান্তি হবে না বলে আমি আশাবাদী।

আপনার মতামত লিখুন :