লাখাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিলবোর্ড রক্ষণাবেক্ষণ অভাবে বিনষ্ট হচ্ছে দায়ভার নিচ্ছে না কেউ
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে স্থাপিত বিলবোর্ড নিয়ে চলছে মালিকানা নিয়ে চলছে দন্ধ।
খোঁজ নিয়ে জানা যায় বিগত ৩ বছর আগে ঝড় তুফানে বিলবোর্ডটি পরে গিয়েছিল। কিন্তু কেহই তার দায়ভার না নেয়ার কারেন সরকারী রাজস্ব হারাতে বসেছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা পরিবারা পরিকল্পনা কর্মকর্তা গৌতগ কুমারে সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিলবোর্ড টি আমার ডিপার্টমেন্টের নয় তাই এর দায়ভার আমার ওপর বর্তায় না।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবুহেনা মোস্তাফা জামান জানান, এ বিলবোর্ড টি আমার ডিপার্টমেন্টের নয়, তাই এর দায়ভার আমি নিতে পারি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার অজিত চন্দ্র দেব নাথ জানান, এই বিলবোর্ড টি এনজিও মা মনি সংস্হা পরিবার পরিকল্পনার এত যুক্ত এই বিলবোর্ড টি।
এখন প্রশ্ন হলো এই বিলবোর্ডের দায়ভার নিয়ে চলছে দুই ডিপার্টমেন্টের মালিকানা নিয়ে দ্ধন্দ। কথায় আছে সখি তুমি কার। কে নিবে এ পরিস্থিতির দায় ভার।

